কাঁচা পাট মজুদ করা যাবে না
বার্তা২৪
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ০৮:১২
দেশের বাজারে কাঁচা পাটের সরবরাহ নিশ্চিতে মজুদদারদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ডিলার বা আড়তদাররা এক হাজার মণের বেশি কাঁচা পাট এক মাসের বেশি সময় ধরে মজুদ করতে পারবেন না।
দেশে কাঁচা পাটের সংকট বিষয়ে রবিবার সচিবালয়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ), বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
বৈঠকে মন্ত্রী বলেন, সম্প্রতি কাঁচা পাটের সংকট হওয়ায় পাটকলগুলো উৎপাদন ঝুঁকিতে পড়েছে। এ অবস্থায় প্রয়োজনীয় কাঁচা পাট সরবরাহ নিশ্চিত এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানির ধারা বেগবান করতে নিয়মবহির্ভূত মজুদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করবে সরকার।