যুক্তরাষ্ট্রে ভারি তুষারপাত: ৫ রাজ্যে জরুরি অবস্থা, বিদ্যুৎহীন হাজারো মানুষ

ডেইলি স্টার আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ২১:৩৬

তুষারঝড় ও ভারি তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রে পূর্ব উপকূলের কিছু অংশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অঞ্চলের পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে হাজার হাজার মানুষের বিদ্যুৎ সংযোগ।


আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, গতকাল শনিবার পূর্ব উপকূলে তুষারপাত ও প্রবল বাতাস ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা আগে ৫টি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।


ম্যাসাচুসেটসের কিছু এলাকায় আড়াই ফুট পর্যন্ত তুষারপাত দেখা গেছে। স্থানীয়দের বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছে। সপ্তাহান্তে প্রায় ৬ হাজার মার্কিন ফ্লাইট বাতিল করা হয়েছে।


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তুষারঝড় মেইন রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং উত্তর-পূর্বাঞ্চলের বেশিভাগ এলাকায় শীতল তাপমাত্রার সমস্যা থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও