গত বছর আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রত্যাশানুযায়ী পারফরমেন্স করতে না পারায় ক্রিকেট ছাড়ার চিন্তা পর্যন্ত করেছিলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। অথচ সেই স্টার্কই গত বছরের পারফরমেন্সে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন।
এক ভোটে সতীর্থ মিচেল মার্শকে হারিয়ে অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটারের পুরস্কার অ্যালান বোর্ডার পদক জিতেছেন স্টার্ক। ৫ টেস্টে ১৭ উইকেট, ৩ ওয়ানডেতে ১১ উইকেট ও টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচে ১৩ উইকেট শিকার করেন স্টার্ক।