হুথিদের নিয়োগকৃত ২ হাজার শিশুযোদ্ধা নিহত হয়েছে: জাতিসংঘ

বার্তা২৪ প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ২০:২৭

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দ্বারা নিয়োগ করা প্রায় দুই হাজার শিশু যুদ্ধক্ষেত্রে মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। রোববার (৩০ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ।


শনিবার প্রচারিত নিরাপত্তা পরিষদে একটি বার্ষিক প্রতিবেদনে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন যে, হুথিরা তাদের মতাদর্শ প্রচার করতে এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য বেশ কয়েকটি গ্রীষ্মকালীন শিবির এবং মসজিদ ব্যবহার করেছে এবং শিশুদের নিয়োগ করেছে। এবং এ স্বীকৃত সরকারকে সমর্থন দিয়েছে সৌদি জোট।


জাতিসংঘ জানায়, ২০২০ সালে হুথিদের নিয়োগ করা এক হাজার ৪০৬ জন শিশুযোদ্ধা নিহত হয়। তাছাড়া ২০২১ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫৬২ শিশু নিহত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও