You have reached your daily news limit

Please log in to continue


৫৫ অনলাইনের মাধ্যমে সেবা রফতানিতে মিলবে নগদ সহায়তা

সফটওয়্যার ও আইটিইএস সেবা রফতানি করে নগদ সহায়তা পাওয়ার জন্য ৫৫টি অনলাইন মার্কেট প্লেসের তালিকা প্রকাশ করা হয়েছে। এখন থেকে ফেসবুক, ইউটিউব, গুগল অ্যাডসেন্স, অ্যাপ স্টোর, প্লে স্টোর, ফ্রিল্যান্সার, ফাইভারের মতো মার্কেট প্লেসের মাধ্যমে সেবা রফতানি করলে ৪ শতাংশ নগদ সহায়তা মিলবে।

রোববার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ‘ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট’ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্যক্তি পর্যায়ে ফ্রিল্যান্সাররা সফটওয়্যার ও আইটিইএস সেবা অনলাইন মার্কেট প্লেসের মাধ্যমে রফতানি করে থাকে। সফটওয়্যার ও আইটিইএস সেবা রফতানির বিপরীতে নগদ সহায়তা পেতে হলে সংশ্লিষ্ট অনলাইন মার্কেট প্লেসকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের স্বীকৃত হতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন