কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শেষ মুহূর্তের নাটকীয়তা, কেউ জিতলো না নারী অ্যাশেজে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ১৮:০৫

শেষ মুহূর্তে দারুণ এক নাটকীয়তা তৈরি হয়েছিল নারী অ্যাশেজের একমাত্র ম্যাচে। আর মাত্র একটি উইকেট পড়লেই জিতে যায় অস্ট্রেলিয়া। কিংবা আর মাত্র ১২ রান করলেই জিতে যায় ইংল্যান্ড। কিন্তু কোনোটাই হলো না। শেষ পর্যন্ত ম্যাচটি হলো নিষ্প্রাণ ড্র। একা এক হিদার নাইট যেভাবে দাঁড়িয়েছিলেন তাতে ইংলিশদের ম্যাচ হারার কোনো সম্ভাবনাই ছিল না। প্রথম ইনিংসে একাই ১৬৮ রান করেন ইংলিশ অধিনায়ক। ছিলেন অপরাজিত। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৪৮ রান। শেষ পর্যন্ত স্বাগতিক অস্ট্রেলিয়াকে জিততে দিলো না ইংল্যান্ড।


নারী অ্যাশেজের একমাত্র ম্যাচটি হলো ড্র। অ্যাশেজ হলেও সেটা নারীদের। যে কারণে ম্যাচের দৈর্ঘ্যও ছিল কম। মাত্র চারদিনের। ক্যানবেরার মানুকা ওভালে শেষ দিন জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২৫৭ রান। লরেন উইনফিল্ডহিল এবং টমি বিউমন্ট মিলে সূচনাটা ভালোই এনে দিয়েছিলেন ইংল্যান্ডকে। তাদের দু’জনের ৫২ রানের জুটির পরও চারটি জুটি হয়েছিল মাঝারী আকারের। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও