ভাসানচরে যাচ্ছে আরও ৭১৮ রোহিঙ্গা
কক্সবাজারের শরণার্থী শিবিরগুলো থেকে দশম দফায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে আরও ৭১৮ রোহিঙ্গা। স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক মিয়ানমারের এই নাগরিকদের নিয়ে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় ১৩টি বাস।
এর আগে সকালে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা দিয়ে রোহিঙ্গাদের সপরিবারে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে নিয়ে আসেন।
ভাসানচরে অবস্থানরত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি (সিআইসি) তানবির আহমেদ বলেন, ‘ভাসানচরে উদ্দেশ্যে রোহিঙ্গাদের একটি দল ক্যাম্প ত্যাগ করেছেন। মূলত তারা চট্টগ্রামে রাতে পৌঁছবেন। পরের দিন সকালে সেখান ভাসানচরে পৌঁছানোর কথা রয়েছে। আমরাও সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি।’
এ বিষয়ে ৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, দশম দফায় শিবিরগুলো থেকে এবারে ১২'শ রোহিঙ্গা ভাসানচরে যাওবার কথা রয়েছে। একটি দল ইতোমধ্যে ভাসানচরের উদ্দেশ্যে ক্যাম্প ত্যাগ করেছে।