মার্কিন অর্থনীতি ফের সংকটে পড়ার শঙ্কায়

প্রথম আলো প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ১১:৪৬

মহামারির প্রভাব কাটিয়ে বেশ দ্রুতগতিতে পুনরুদ্ধার হচ্ছে মার্কিন অর্থনীতি। সাম্প্রতিক পরিসংখ্যানও বলছে, গত বছরে দেশটির অর্থনীতি বিগত কয়েক দশকের মধ্যে দ্রুততম হারে বেড়েছে। তবে চলতি বছরে এসে সেই প্রবাহ কমে যাবে বলে ধারণা অর্থনীতিবিদদের। খবর বিবিসির।


মহামারির ধাক্কায় ২০২০ সালে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ কমে গিয়েছিল। আর বিধিনিষেধের মধ্যে কাজ হারিয়েছিলেন প্রায় ২ কোটি ২০ লাখ মানুষ। কিন্তু সরকারের প্রণোদনা ব্যয়ের কারণে এ ক্ষতি কাটিয়ে উঠতে সহায়ক হয়। এ সহায়তা নিয়ে সে বছর প্রবৃদ্ধি যতটা খারাপ হওয়ার শঙ্কা ছিল তা হয়নি, যা গত বছরও অব্যাহত ছিল। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ জানিয়েছে, ১৯৮৪ সালের পর গত বছরই সবচেয়ে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। প্রবৃদ্ধির এ হার প্রায় ৫ দশমিক ৭ শতাংশ।


ক্ষতি পুষিয়ে নিতে পুনর্নবায়নযোগ্য জ্বালানি, উৎপাদন এবং শিশুযত্নের মতো খাতগুলোতে ব্যয় বাড়ানোর পরিকল্পনা নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাই অর্থনীতির এ প্রবৃদ্ধিতে নিজের সফলতা দেখছেন তিনি। বলেন, এ প্রবৃদ্ধি কেবল তাঁর সরকারের নেওয়া পুনরুদ্ধার প্রচেষ্টার কারণেই সম্ভব হয়েছে।


অবশ্য নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় শঙ্কা তৈরি হয়েছে। দেশটিতে করোনা পরিস্থিতি কিছুটা ভালো হওয়ায় যুক্তরাষ্ট্র সরকার তার প্রণোদনা ব্যয় কমিয়ে আনতে শুরু করে। অন্যদিকে ফেডারেল রিজার্ভও বাড়িয়ে দিয়েছে সুদের হার। পাশাপাশি করোনার নতুন ধরন অমিক্রনের সংক্রমণ আর উচ্চ মূল্যস্ফীতিও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও