বড় হচ্ছে হেলমেটের বাজার
কালের কণ্ঠ
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ১০:১০
নগরজীবনে ট্রাফিক জ্যামের বিকল্প খুঁজতে মোটরসাইকেল এখন বড় অবলম্বন। গ্রামাঞ্চলেও দ্রুত বাহন হিসেবে জনপ্রিয় হচ্ছে এই বাহন। পাশাপাশি রাইড শেয়ারিং ও ই-কমার্স ডেলিভারিসহ বাণিজ্যিক প্রয়োজনেও মোটরসাইকেলের কদর এখন তুঙ্গে। তাই বাড়ছে হেলমেটের ব্যবহার।
ব্যবসায়ীরা বলছেন, রাইড শেয়ারিং সম্প্রসারিত হওয়ার পর থেকে মোটরসাইকেল ও হেলমেটের বিক্রি বেড়েছে। সেই সঙ্গে আইনের প্রয়োগও অন্যতম নিয়ামক হিসেবে কাজ করছে। চালকের পাশাপাশি আরোহীরাও হেলমেট ব্যবহারে বাধ্য হওয়ায় পণ্যটির বিক্রি কয়েক গুণ বেড়েছে। দেশের বাজারের প্রতিটি হেলমেট আমদানি করা। বাইকারদের দিন দিন মানসম্মত হেলমেটের প্রতি আগ্রহ বাড়ছে। মূলত চীন ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানি হয় হেলমেট।