মহাপরিচালক নেই মাউশিতে, অনিশ্চয়তায় শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা
মহাপরিচালক ছাড়াই চলছে সারাদেশের সাধারণ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা প্রশাসনের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত ১০ জানুয়ারি থেকে এ প্রতিষ্ঠান প্রধানের পদ শূন্য থাকায় আগামী মাসের এমপিওভুক্ত প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষক-কর্মচারীর সময়মতো বেতন-ভাতা পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানা গেছে।
মাউশি থেকে জানা গেছে, গত ১০ জানুয়ারি থেকে মহাপরিচালক অবসরে গেলে নিয়ম অনুযায়ী তার জায়গায় বর্তমান পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির রুটিন দায়িত্ব পালন করছেন। তবে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বা আর্থিক সংশ্লিষ্ট ফাইল অনুমোদনের ক্ষমতা তাকে দেওয়া হয়নি। এ ক্ষমতা দিতে গত ১৬ জানুয়ারি মাউশি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠিও দেওয়া হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
বিডি নিউজ ২৪
| মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
১১ মাস, ১ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে