করোনার তৃতীয় ঢেউ, স্ববিরোধিতা ও সমন্বয়হীনতার পাঁচালী
করোনার তৃতীয় ঢেউ সুনামির শক্তি নিয়ে বাংলাদেশে আঘাত হেনেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। হাসপাতালের শয্যাগুলো প্রায় পরিপূর্ণ। যে হারে সংক্রমণ বাড়ছে তাতে আগামী কয়েকদিনের মধ্যে হাসপাতালগুলোর ধারণক্ষমতা নিঃশেষ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই তৃতীয় ঢেউয়ের মূল সংহারক শক্তি হলো, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট।
করোনা মহামারির বৈশ্বিক এবং আঞ্চলিক সংক্রমণ প্রবাহের ধারাবাহিকতায় বাংলাদেশে তৃতীয় ঢেউ আঘাত হেনেছে। বিষয়টি আগে থেকে অনুমান করা হচ্ছিল। তবে এই ঢেউয়ের সময়কাল নিয়ে দুই ধরনের মত ছিল। ভারতীয় স্বাস্থ্য বিজ্ঞানীদের অনুমান ছিল, ২০২১-র অক্টোবরে সেদেশে করোনা বাড়বে। এই বিষয়টি বিবেচনায় রেখে ধারণা করা হয়েছিল, বাংলাদেশে করোনার সংক্রমণ অক্টোবরের শেষ নাগাদ অথবা নভেম্বরের প্রথম দিকে বাড়তে শুরু করবে। তবে বাস্তবে অনুমিত সময়ের মোটামুটি একমাস পরে দেশে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়।