তেলাপোকা অনেকের ঘরেই বাসা বাঁধে। অন্ধকার ঘরেই বেশি চলাফেরা করে তেলাপোকা। রান্নাঘরেই এদের উৎপাত থাকে বেশি। যেখানে খাবার খুঁজে পায় তারা সেখানেই আস্তানা তৈরি করে।
এ ছাড়াও আলমারি, ওয়ারড্রোবসহ বিভিন্ন ড্রেনের মধ্যেও এদেরকে খুঁজে পাওয়া যায়। তেলাপোকার উপদ্রবকে কখনো হালকাভাবে নেবেন না।