You have reached your daily news limit

Please log in to continue


Tesla: বিপুল পতন টেসলার শেয়ার দরে, ১০ হাজার কোটি ডলার ক্ষতি মাস্কের সংস্থার

২০২১ সালে রেকর্ড সংখ্যক বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে টেসলা। আয়ও ভাল। তবু নয়া বছরে তারা নতুন কোনও মডেল বাজারে আনবে না। সম্প্রতি এমনই ঘোষণা করেন সংস্থার সিইও এলন মাস্ক। টেসলা-কর্তার এই ঘোষণার দু’দিনের মধ্যেই হুড়মুড়িয়ে নামল সংস্থার শেয়ার দর। বৃহস্পতিবার ১২ শতাংশ শেয়ার পতন হল টেসলার শেয়ার দরের। এক দিনে ১০ হাজার কোটি ডলারের বাজার মূল্যের ক্ষতি হল আমেরিকার সংস্থার।

 

চতুর্থ ত্রৈমাসিকের আয় ঘোষণার পর টেসলার এই শেয়ার বাজার পতন বিনিয়োগকারীদের মধ্যেও দ্বিধা তৈরি করেছে। দু’দিন আগেই টেসলা সিইও এলন মাস্ক নয়া প্রযুক্তির কথা ঘোষণা করে জানান, চলতি বছরে তাঁরা নতুন কোনও মডেলের গাড়ি বাজারে আনছেন না। এমনকি তিনি এও জানান বহুল আলোচিত ‘সাইবার ট্রাক’-ও ২০২২ সালে বাজারে আসছে না। তা ছাড়া ইভি মডেলের দু’টি বৈদ্যুতিক গাড়ির মডেলেরও উৎপাদন স্থগিত ঘোষণা করেন। এই ঘোষণার পরেই গত বৃহস্পতিবার শেয়ার বাজারে রেকর্ড পতন হয় টেসলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন