কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নতুন ইতিহাসের সামনে দাঁড়িয়ে নাদাল

বার্তা২৪ প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২, ২২:২৪

নতুন এক ইতিহাস গড়ার খুব কাছে রাফায়েল নাদাল। দরকার আর মাত্র একটি জয়। পুরুষ এককে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের বিশ্ব রেকর্ড নিজের করে নিতে এখন শিরোপা নির্ধারণী ম্যাচের দিকেই তাকিয়ে স্প্যানিশ এ সুপারস্টার। ইতালিয়ান প্রতিপক্ষ মাত্তেও বেরেত্তিনিকে বিদায় করে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাম লিখেছেন ক্লে-কোর্টের এ রাজা।


মেলবোর্নে আজ শুক্রবার প্রথম সেমি-ফাইনালে প্রথম দুই সেট ৬-৩ ও ৬-২ গেমে জিতে এগিয়ে যান নাদাল। তৃতীয় সেট ৬-৩ গেমে জিতে লড়াইয়ে ফেরার চেষ্টা করেন বেরেত্তিনি। কিন্তু শেষ পর্যন্ত সফল হননি। ৩৫ বছরের নাদাল ফাইনালে পৌঁছে যান ৬-৩ গেমে জিতে।


অস্ট্রেলিয়ান ওপেনে একবারই চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল। সে আবার ২০০৯ সালে। এরপর আর বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জেতা হয়নি তার। এবার সেই ট্রফি খরা কাটানোর সুবর্ণ সুযোগ ২৯বারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলতে যাওয়া নাদালের সামনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও