শিগগিরই বিরোধী দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছে বিএনপি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনসহ সামগ্রিক রাজনৈতিক ইস্যুতে শিগগিরই বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে বিএনপি। দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সম্ভাব্য এই মতবিনিময় আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হবে বলে বিএনপির উচ্চপর্যায়ের একাধিক দায়িত্বশীল বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আমরা দ্রুতই শুরু করবো। আমাদের এ বিষয়ক বৈঠকের পরই সিদ্ধান্ত জানাবো।’
বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে আলাপকালে জানা গেছে, ভবিষ্যতের প্রশ্নে পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে দলীয় অবস্থান তুলে ধরতে এবং সুনির্দিষ্ট রাজনৈতিক ইস্যুতে তাদের মনোভাব জানতে চায় বিএনপি। এ কারণে গত ৩ জানুয়ারি স্থায়ী কমিটির বৈঠকে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নেয় দলের নীতিনির্ধারকরা।