![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/D2DF/production/_123038935__123033382_gettyimages-1317537876.jpg)
চীনা টেলিকম জায়ান্ট ইউনিকম নিষিদ্ধ করলো আমেরিকা - BBC News বাংলা
যুক্তরাষ্ট্র আরো একটি বৃহৎ চীনা টেলিকম কোম্পানিকে নিষিদ্ধ করেছে। চায়না ইউনিকমের ওপর নিষেধাজ্ঞা আরোপের যুক্তি হিসাবে "জাতীয় নিরাপত্তা" এবং "গুপ্তচরবৃত্তি" নিয়ে উদ্বেগের যুক্তি দেওয়া হয়েছে।
আমেরিকার কেন্দ্রীয় টেলিযোগাযোগ কমিশন (এফসিসি) বলেছে ইউনিকমের আমেরিকা অপারেশনসের কাজ বন্ধ করে দেওয়ার ব্যাপারে কমিশন সদস্যদের সবাই একমত হয়েছেন।
আগামি ৬০ দিনের মধ্যে এই কোম্পানিকে আমেরিকাতে কার্যক্রম বন্ধ করতে হবে।
এর আগে অক্টোবরে যুক্তরাষ্ট্র আরো বড় একটি চীনা টেলিকম কোম্পানির লাইসেন্স বাতিল করে দেয়।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নিষিদ্ধ
- গুপ্তচরবৃত্তি
- টেলিকম সেবা