ডেলটাক্রন, ওমিক্রনের পর নিওকোভ!
বার্তা২৪
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২, ১৭:৫৫
ডেলটাক্রন, ওমিক্রন পেছনে ফেলে সন্ধান মিলেছে কোভিডের নয়া রূপের! এমনই দাবি করে চীনের একদল বিশেষজ্ঞ যে নতুন রূপের নাম দিয়েছে ‘নিওকোভ’। করোনার নতুন রূপের ব্যাপারে চীনা বিশেষজ্ঞরা আশঙ্কার কথা জানালেও রাশিয়ান বিশেষজ্ঞগণ তাতে পাত্তা দিতে নারাজ।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) চীনের উহানের চিকিৎসা-বিজ্ঞানীরা দাবি করেছেন যে, শ্বাসযন্ত্রকে প্রভাবিত করতে পারে সদ্য আবিষ্কার হওয়া এই মার্স-করোনাভাইরাস। এই রূপের মারণক্ষমতাও তুলনামূলক ভাবে বেশি। প্রতি তিন সংক্রমিতের এক জনের মৃত্যু হতে পারে ‘নিওকোভ’- এ।
উহানের একটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্র। সেখানে বিশেষজ্ঞরা দাবি করছেন, বাজার চলতি কোনও করোনা টিকাই ‘নিওকোভ’- এর ক্ষেত্রে কার্যকরী হবে না। যদিও এই ভাইরাস নিয়ে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন বলে জানাচ্ছেন তারা।