এবারের আইপিএলের সব ম্যাচ হবে এক শহরে!
যুগান্তর
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২, ১৬:৫৬
ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনে এগিয়ে যাচ্ছে বিসিসিআই।
কঠিন বায়ো বাবল সুরক্ষায় আগামী ২৭ মার্চ থেকে ভারতের মাটিতেই আইপিএল গড়ানোর কথা। যদিও তা না হলে দ্বিতীয় ভেন্যু হিসেবে দক্ষিণ আফ্রিকাকে বেছে নিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়েছে, করোনার জেরে এবার কমসংখ্যক ভেন্যুতে গোটা আইপিএল আয়োজন সারবেন তারা। পুরো টুর্নামেন্টই হবে মুম্বাই শহরে। অর্থাৎ ১০ দলের এ টুর্নামেন্ট হবে ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাতিল— এই তিনি স্টেডিয়ামে।