কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেট্রোরেল কেন্দ্র করে গড়ে উঠছে আবাসন ও বিজনেস হাব

www.tbsnews.net প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২, ১৬:৩২

রাজধানীর দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল-৬ চালু হলে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হবে। সেইসাথে নাগরিক সুবিধাও বাড়বে বহুলাংশে।  


সংশ্লিষ্টরা বলেছেন, রাজধানীতে যোগাযোগের ক্ষেত্রে বড় সংখ্যায় নাগরিকদের খরচ ও সময় অনেকাংশে কমে আসবে।


এছাড়াও উড়ালপথে ট্রেনযোগে এই সহজ যোগাযোগ ব্যবস্থাকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা ১২, ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর সেক্টর, মিরপুর ১১, মিরপুর ১২ ও পল্লবী এলাকায় গড়ে উঠছে আবাসন হাব, বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান, কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ নাগরিক জীবনের নানা প্রয়োজনীয় প্রতিষ্ঠান।


এসব কেন্দ্র করে লক্ষাধিক মানুষের নতুন কর্মস্থলও তৈরি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


অর্থনীতিবিদরা বলেছেন, যোগাযোগের জন্য কম খরচ ও কম সময় নতুন ব্যবসা-বাণিজ্যে ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। 


রেল সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর নাগাদ রাজধানীর দিয়াবাড়ি থেকে পল্লবী, মিরপুর হয়ে আগারগাঁও পর্যন্ত চলবে ট্রেন। ২০২৪ সালে দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত উড়ালপথে চলবে ট্রেন। ইতোমধ্যে এমআরটি লাইন-৬ নামের এই প্রকল্পের প্রায় ৭৫ শতাংশের কাজ সম্পন্ন হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও