স্মার্টফোনের ডাটা ব্যবহারের কৌশল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২, ১৩:৪১
স্মার্টফোন ছাড়া এখন অনেকেরই এক মুহূর্তও চলে না। কাজের বাইরেও মনোরঞ্জনের নানান উপকরণ রয়েছে হাতের মুঠোফোনেই। তবে সেখানে বাদ সাধে মোবাইল ডাটা। ইন্টারনেটের কল্যাণে পুরো বিশ্ব এখন হাতের মুঠোয়। ঘরে কিংবা অফিসে ওয়াই-ফাইয়ের সুবিধা থাকলেও রাস্তায় চলতে ব্যবহার করতে হয় মোবাইলের ডাটা। তবে শুধু মোবাইল ডেটা যাদের ভরসা, তাদের কাছে ডেটা শেষ হয়ে যাওয়া বড় সমস্যা।
বিভিন্ন সিম কোম্পানি আপনাকে নানান অফারে সেগুলো দিয়ে থাকে। তবে ইন্টারনেট ডাটায় সীমাবদ্ধতা থাকায় বেশ অসুবিধায় পড়তে হয়। দ্রুত শেষ হয়ে যায় ডাটা। বারবার রিচার্জের ঝামেলা পোহাতে হয় আপনাকে। এরপর আবার শান্তিমতো কোনো কিছু দেখাও যায় না। এই সমস্যার সমাধান কিন্তু রয়েছে আপনার হাতেই। একটু কৌশলী হয়ে মোবাইলের ডাটা ব্যবহার করলে এই সমস্যায় পড়তে হবে না আপনাকে।