Flight Attendant: ঘুমনোর ভান করে বিমানসেবিকার নিতম্বে হাত! কী হল তার পর

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২, ১২:৪৬

বিমানসেবিকাকে দেখে ঘুমনোর ভান করেছিলেন যাত্রী। কিন্তু সেই বিমানসেবিকা কাছে আসতে কুকীর্তি! পিছন ঘুরে দাঁড়াতেই তাঁর নিতম্বে হাত দিয়ে যৌন হেনস্থার চেষ্টা করলেন ওই যাত্রী। আর এই কাণ্ডের জন্য ছ’মাসের জেল হল যাত্রীর। আমেরিকার ফ্লোরিডার একটি আদালত এই রায় দিয়েছে। অভিযুক্ত এনিও সোকোরো জয়াসকে দোষী ঘোষণা করে সাজা দেন বিচারক।


গত বছর ৬ অগস্ট এই ঘটনাটি ঘটে। আমেরিকা এয়ারলাইন্সের একটি বিমানে চড়ে কানকুন থেকে মায়ামি যাচ্ছিলেন জয়াস।


জয়াস ঘুমোচ্ছেন ভেবে তাঁর কোলে একটি খাবারের থলি রেখে চলে যাচ্ছিলেন বিমানসেবিকা। কিন্তু তিনি ঘুরে দাঁড়াতেই অনুভব করেন যে, কেউ তাঁর নিতম্বে হাত দিয়ে চেপে ধরেছে। বিমানসেবিকা পিছন ফিরে দেখেন যে এই হাত আর কারও নয়, ঘুমনোর ভান করে থাকা জয়াসের। আর পরেই জয়াসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই বিমানসেবিকা।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে