![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flifestyle%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fnew-frem13-20220128123044.jpg)
প্রচণ্ড কানে ব্যথা কি ওমিক্রনের লক্ষণ?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২, ১২:৩০
শীতে ঠান্ডার কারণে অনেকেই কানে ব্যথায় ভোগেন। এ ছাড়াও টনসিলের সমস্যার কারণেও কানে ব্যথা হতে পারে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওমিক্রনে আক্রান্তদেরও হতে পারে কানে ব্যথা।
করোনার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে সবখানেই। বর্তমানে এই ভাইরাস আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বব্যাপী। ওমিক্রনের খোঁজ পাওয়ার পরপরই বিশেষজ্ঞরা ভাইরাসটিকে নিয়ে চিন্তায় ছিলেন।