You have reached your daily news limit

Please log in to continue


আওরঙ্গজেব, ম্যান্ডেলা আর মানিকের গল্পসল্প

আওরঙ্গজেব, দ্য ম্যান অ্যান্ড দ্য মিথ নামে অদ্রে ত্রুস্কের একটি বই মোহাম্মদ হাসান শরীফ আওরঙ্গজেব: ব্যক্তি ও কল্পকথা নামে অনুবাদ করেছেন। সেই বইয়ে একটা বেশ মজার কাহিনি আছে। আওরঙ্গজেবের এক সরকারি কর্মকর্তার নাম ছিল কামগর খান। কামগর খান দ্বিতীয় বিয়ে করেন। ওই সময় আওরঙ্গজেবের রাজ্যে এক কবি ছিলেন। তিনি ব্যঙ্গাত্মক কবিতা লিখতেন। কামগর খানের দুই নম্বর বিয়ের ঘটনার পর সেটাকে ব্যঙ্গবিদ্রূপ করে এই রসিক কবি একটা আদি রসাত্মক কবিতা লেখেন। বোঝা যায়, কবিতাটা জনপ্রিয় হয়েছিল।

অপমানিত বোধ করে কামগর খান যান বাদশাহ আওরঙ্গজেবের কাছে। বলেন, ‘এই কবি আমাকে অপমান করে কবিতা লিখেছে। জাহাঁপনা, আপনি একটা বিহিত করুন।’ জবাবে আওরঙ্গজেব বলেন, ‘আরে, এই কবি তো আমাকে নিয়েও ব্যঙ্গাত্মক কবিতা রচনা করতে ছাড়েনি। তখন আমি কী করেছি, আমি তার পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছি, যাতে সে আমাকে নিয়ে আর ব্যঙ্গাত্মক কবিতা না লেখে। কিন্তু সে তো আমাকে নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা রচনা মোটেও কমিয়ে দেয়নি।’ আওরঙ্গজেব কামগর খানকে উপদেশ দেন, ‘আমাদের উচিত হবে আমাদের সংবেদনশীলতা দমন করা আর সম্প্রীতির সঙ্গে বসবাস করা।’ সোজা কথায়, আমাদের চামড়া আরেকটু মোটা করতে হবে, আর এদের সঙ্গে ঝঞ্ঝাটে না গিয়ে নিজের মতো শান্তিতে বসবাস করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন