চোখের নিচের ও ঠোঁটের কালো দূরে করণীয়
যুগান্তর
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২, ১১:০৪
চোখের নিচে কালো দাগ নিয়ে যেমন অস্বস্তি দেখা দেয়, তেমনি অনেকের ঠোঁট হয়ে যাচ্ছে বলে দুশ্চিন্তায় থাকেন। অনেকেই ঠোঁটের কালোভাব দূর করতে চিনি ও লেবু ঘষেন। এগুলো করা উচিত নয়।
এ বিষয়ে ইউনাইটেড হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ডা. জিনাত মেরাজ বলেন,
তিনি বলেন, ঠোঁটের ত্বক খুবই পাতলা। লেবু ও চিনি বেশি ঘষাঘষির কারণে ঠোঁটে পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপার পিগমেনটেশন হতে পারে। এজন্য এসপিএফযুক্ত লিপ বাম লাগাতে হবে। কালো ঠোঁটের সমস্যা সমাধানে ওষুধ কোম্পানি কিছু লিপ বাম তৈরি করেছে। এর মধ্যে এসপিএফ-৫০, এসপিএফ-৩০ অন্যতম।