৬০০ টাকায় কেনা কাঠের চেয়ার বিক্রি হলো ১৮ লাখে
যুগান্তর
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২, ০৯:৫৯
রাতারাতি ভাগ্য বদল বলে যে কথা প্রচলিত আছে, সেটিই যেন ফের প্রমাণ করলেন এই নারী। পুরোনো জিনিসপত্রের দোকান থেকে মাত্র ৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ টাকা) দিয়ে একটি কাঠের চেয়ার কিনেছিলেন তিনি। নিলামে সেই চেয়ারই বিক্রি করেছেন ১৬ হাজার ২৫০ মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখের বেশি)।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যের পূর্ব সাসেক্সের ব্রাইটনের একটি দোকান থেকে চেয়ারটি কেনেন তিনি। তবে তিনি চেয়ারটির মূল্য সম্পর্কে জানাতেন না। এ ব্যাপারে বিশেষজ্ঞ একজন তাকে জানান, অস্ট্রিয়ার ভিয়েনায় অ্যাভান্ট-গার্ড আর্ট স্কুলের চেয়ারটি ২০ শতকে তৈরি।