You have reached your daily news limit

Please log in to continue


সাতদিন ধরে চলল রাজকুমারীর ‘রূপকথার’ বিয়ের অনুষ্ঠান (ভিডিও)

রূপকথার পাতা থেকে উঠে আসা গল্পের মতোই রাজকীয় আয়োজন করা হয়েছিল ব্রুনাইয়ে সুলতান হাসানাল বলকিয়াহর মেয়ে রাজকুমারী ফাদজিলাহ লুবাবুল বলকিয়া সঙ্গে  ইয়াং মুলিয়া আওয়াং আবদুল্লাহ নাবিল মাহমুদ আল-হাশিমির বিয়ের অনুষ্ঠানের। সাতদিন ধরে চলা সেই অনুষ্ঠানে ছিল না জাঁকজমকের কোনো কমতি। 

ইয়াং মুলিয়া আওয়াং আবদুল্লাহ নাবিল মাহমুদ আল-হাশিমির সঙ্গে রাজকুমারী ফাদজিলাহর রাজকীয় বিয়ের অনুষ্ঠান শুরু হয় ১৬ জানুয়ারি। 

বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয় সুলতান হাসানাল বলকিয়াহর বাসভবন ইস্তানা নুরুল ইমানে। ১,৭০০ বিশিষ্ট ইস্তানা নুরুল ইমান বিশ্বের অন্যতম বৃহত্তম এই প্রাসাদ হিসেবে পরিচিতি। 

গত বছর ডিসেম্বরে এই বিয়ের খবর ঘোষণা করা হয়। এই বিয়েতে ফ্যাশন এবং জাঁকজমকের বেশ কিছু অসামান্য নির্দশন চোখে পড়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন