ব্যবসায়ীদের কাছে বাজেট প্রস্তাবনা চেয়েছে রাজস্ব বোর্ড

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ২০:৩৭

প্রতি বছরের মতো এবারও জাতীয় বাজেট প্রণয়নের আগে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ দেশের শীর্ষ চেম্বার ও অ্যাসোসিয়েশনের কাছে লিখিতভাবে বাজেট প্রস্তাবনা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তাবনা সরাসরি এবং ইমেইলে পাঠানো যাবে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় এনবিআর।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ জানুয়ারি কাস্টমস বিভাগের প্রথম সচিব ড. মো. নেয়ামুল ইসলামকে প্রধান বাজেট সমন্বয়কারী করে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর দেশের সব চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের বাজেট প্রস্তাবনা লিখিত আকারে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও