You have reached your daily news limit

Please log in to continue


এবার নিউজিল্যান্ডে মূল্যস্ফীতি ৩০ বছরে সর্বোচ্চ

২০২১ সালে বিশ্বের বিভিন্ন দেশে মূল্যস্ফীতি রেকর্ড ছুঁয়েছে। ফলে এ সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশচুম্বী হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক ও ভারতে। এবার সেই তালিকায় যোগ হলো নিউজিল্যান্ডের নাম। জানা গেছে, গত বছরের শেষের দিকে নিউজিল্যান্ডের বার্ষিক মূল্যস্ফীতির হার ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। দেশটির সরকারি পরিসংখ্যানে এমন চিত্র ফুটে উঠেছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০২১ সালের শেষের তিন মাসে অর্থাৎ চতুর্থ প্রান্তিকে দেশটির ভোক্তা মূল্যসূচক বেড়ে দাঁড়ায় পাঁচ দশমিক নয় শতাংশে। যা ১৯৯০ সালের মাঝামাঝি সময়ের পর সর্বোচ্চ। তবে এ মূল্যসূচক প্রত্যাশার চেয়ে অনেক বেশি হয়েছে। ধারণা করা হচ্ছে দ্য রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ড জীবনযাত্রার ব্যয় কমাতে পদক্ষেপ নেবে। দেশটির পরিসংখ্যান বিভাগ জানায়, শুধু নিউজিল্যান্ড নয় অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা এবং উন্নত দেশগুলোতেও সাম্প্রতিক দশকগুলোতে মূল্যস্ফীতি চরম মাত্রায় পৌঁছেছে। তারা আরও জানায়, অবকাঠামোর নির্মাণ ব্যয় ও বাসাভাড়া অনেকে বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন