You have reached your daily news limit

Please log in to continue


Honeymoon Destination: কোভিড পেরিয়ে মধুচন্দ্রিমায় যেতে চান? রইল দেশের শ্রেষ্ঠ সমুদ্র সৈকতগুলির ঠিকানা

কোভিড আটকে দিয়েছে অনেক কিছুই। বিশেষত কোভিডবিধি মেনে ভ্রমণ পিপাসায় লাগাম টানতে বাধ্য হয়েছেন অনেকেই। তবুও সদ্য এক থেকে দুই হয়েছেন এমন অনেকেই আছেন যাঁরা খুঁজছেন মধুচন্দ্রিমার জন্য আদর্শ কিছু স্থান। যাঁরা সঙ্গীর পাশাপাশি সমুদ্রকেও ভালবাসেন তাঁদের জন্য রইল ভারতের কয়েকটি মন মাতানো সমুদ্রতটের সন্ধান।

১। কোভালাম

সৌন্দর্যে কেরল তথা দেশের অন্যতম শ্রেষ্ঠ সমুদ্র সৈকত এটি। অপূর্ব নীল জলরাশি তো রয়েছেই, সঙ্গে রয়েছে নানা ধরনের খেলাধুলার সুযোগ ও মনোরম সব রিসর্ট।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন