![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-01%252Fe9367a7a-06a4-44a0-9389-e86e651d0473%252FLONDON_SWN060233.jpg%3Frect%3D0%252C0%252C1653%252C930%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D700%26dpr%3D1.1)
হাঁস বাঁচাতে ট্রেন চলাচল বন্ধ
প্রথম আলো
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ১৯:০৩
আমরা মাঝেমধ্যে গৃহপালিত বা বন্য প্রাণী উদ্ধারে বিভিন্ন কর্মীর তৎপরতার কথা শুনতে পাই। কোনো প্রাণই যে ছোট্ট নয়, তা এমন উদ্ধার অভিযানে বুঝতে পারি। এমন সব সংবাদে মানবতার জয় হয়। চারদিকে প্রাণ বধের খবরের মধ্যে এমন কাজগুলো মানুষকে ভালো কিছু করতে উদ্বুদ্ধ করে।
বিশেষ করে তরুণদের উৎসাহিত করে প্রাণ-প্রকৃতির সঙ্গে থাকতে। আজকের বিচিত্রের বিষয় তেমনই এক ঘটনার। এটি ঘটেছে যুক্তরাজ্যের একটি পাতাল রেলস্টেশনে।
- ট্যাগ:
- জটিল
- মানবিকতা
- বিচিত্র ঘটনা