পৃথিবী বদলে গেছে, তবু একই রকম আছে ১৯০ বছর বয়সী জোনাথন!
www.tbsnews.net
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ১৬:২৭
চলতি বছরের আগেও, ২০১৬ সালে একবার বিশ্বব্যাপী সংবাদের শিরোনাম হয়েছিল জোনাথন। সেবার ১৮৪ বছর বয়সে জীবনে প্রথমবারের মতো গোসল করেছিল সে!
আর দশটা সাধারণ কচ্ছপের মতো নয় সে। গালভরা একটা নাম রয়েছে তার : জোনাথন দ্য জায়ান্ট টরটয়েজ। তবে এ তো কেবল শুরু। তার অসাধারণত্বের তালিকাটা এত লম্বা যে, শুনে হয়তো ভিমড়ি খাওয়ার জোগাড় হবে আপনার।
জোনাথন যখন জন্মাল, রানী ভিক্টোরিয়া তখন নিছকই এক কিশোরী। কিন্তু সেই কিশোরীও বার্ধক্যে উপনীত হয়ে ৮১ বছর বয়সে মারা গেছেন। তারপর কেটে গেছে ১২০ বছরেরও বেশি সময়। কিন্তু এখনো বহাল তবিয়তে পৃথিবীর আলো-বাতাস উপভোগ করে চলেছে জোনাথন।
- ট্যাগ:
- জটিল
- কচ্ছপ
- সবচেয়ে বেশি বয়সী কচ্ছপ