নির্বাচন কমিশনাররা অপরাধ করলে কী হবে: সংসদে হারুন
নির্বাচন কমিশনাররা কোনো অপরাধ করলে কী হবে জানতে চেয়েছেন বিএনপিদলীয় সংসদ সদস্য হারুন অর রশীদ। তিনি বলেন, বাংলাদেশে একটি নির্বাচন কমিশন আইন থাকবে, যার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের বিধান থাকবে। কিন্তু নির্বাচন কমিশনাররা কোনো অপরাধ করলে কী হবে, তার পরিষ্কার ব্যাখ্যা নেই এ আইনে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন গঠন বিল পাসের জন্য সংসদে প্রস্তাব আনেন আইনমন্ত্রী আনিসুল হক। সেই বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
হারুন অর রশীদ বলেন, ২০১৪ সালে বিনাভোটে নির্বাচন হয়েছে, ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। আগামী নির্বাচন আরও কোনো কৌশলে হবে কিনা তা জানতে চায় মানুষ।