হাজার বছর আগেও ছিল রহস্যময় কম্পিউটার!

ঢাকা টাইমস প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ১৫:৩৩

আধুনিক মানব সভ্যতার জাদুর কাঠি কম্পিউটার। প্রাগৈতিহাসিক যুগে গণনার যন্ত্র উদ্ভাবিত বিভিন্ন প্রচেষ্টাকে কম্পিউটার ইতিহাস হিসেবে ধরা হয়। তবে রহস্যময় কম্পিউটার যন্ত্র হাজার বছর আগেও ছিল। সম্প্রতি বিজ্ঞানীরা প্রযুক্তির ইতিহাসে প্রাচীনতম ‘কম্পিউটার’যন্ত্রের সন্ধান পেয়েছেন।


বিজ্ঞানীরা অলৌকিকভাবে সন্ধান পেয়েছেন সেই অ্যান্টিকিথেরা যুগের মেকানিজম। প্রাচীন গ্রিসে মনে করতো সূর্য-চন্দ্র সহ বাকি গ্রহগুলোও পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এই অ্যান্টিকিথেরা যন্ত্র সূর্যসহ গ্রহগুলোর গতিপথ পৃথিবী কেন্দ্রিক হিসেবেই দেখিয়েছিল। গ্রিসের সিমি দ্বীপে ১৯০০ সালে এক দল স্পঞ্জ সংগ্রহকারী ডুবুরি অ্যান্টিকিথেরা দ্বীপের কাছে সমুদ্রের ৪৫ মিটার গভীরে ডুবে থাকা এক প্রাচীন রোমান জাহাজের সন্ধান পান। সেই জাহাজের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হয় বেশ কিছু দামি প্রত্নবস্তু। যার মধ্যে ছিল ব্রোঞ্জ ও মার্বেল পাথরের মূর্তি, রঙিন পাত্র, কাচের সরঞ্জাম, গয়না, প্রাচীন মুদ্রা ইত্যাদি। সেই সঙ্গে পাওয়া যায় এক রহস্যময় বস্তু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও