কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জ্ঞানের রাজনীতি

www.ajkerpatrika.com মামুনুর রশীদ প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ১৫:২৬

একবার সিরাজুল আলম খানের সঙ্গে কিছু রাজনৈতিক কর্মী আমার অফিসে এসেছিলেন। রাজনৈতিক কর্মীরা তখন চলতি রাজনীতির কথা বলছিলেন। একপর্যায়ে সিরাজুল আলম খান হুংকার দিয়ে বললেন, ‘আমি রাজনীতি করি না। কোনো তাত্ত্বিক কথা হলে বলো।’


কথাটা সত্যি। তিনি ষাটের দশকের গোড়া থেকেই রাজনৈতিক তত্ত্বের কথা বলেছেন। সেই তত্ত্ব নিয়ে দল তৈরি হয়েছে, তারপর যা হওয়ার তা-ই হয়েছে। প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, কার্ল মার্ক্স, অ্যাঙ্গেলস—কেউ রাজনীতি করেননি। কিন্তু রাজনৈতিক তত্ত্ব দিয়েছেন। এমন অসংখ্য তাত্ত্বিক আমাদের রাজনীতির ইতিহাসে রয়ে গেছেন। তার মানে দাঁড়ায়, জ্ঞানীরা রাজনীতি করেন না, তত্ত্ব দিয়ে থাকেন। ওই সব জ্ঞানী যদি রাজনীতি করতেন, তাহলে কী হতো? এটা ভাববার বিষয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও