অ্যান্ড্রয়েডের সেরা ৫ ক্লিনার অ্যাপ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ১৩:১০

দিনের বেশির ভাগ সময়ই এখন কাটছে ফোনের স্ক্রিনে দিকে চেয়ে থেকে। কোনো একটি অ্যাপে ঢুকলেন কিংবা কোথাও ব্রাউজ করার পর নানান এড আসতে থাকে। ক্লিক করলেন তো বিপদ ঘরে নিয়ে এলেন। এসব এড কিংবা লিংকে থাকে ভাইরাস এবং ম্যালওয়্যার।


এরপর আপনার ফোনের দফারফা অবস্থা করে ছাড়বে ভাইরাসগুলো। ফোনের তথ্য হ্যাক থেকে শুরু করেন নানান ধরনের ঝামেলায় পড়তে পারেন। এজন্য নিয়মিত আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ক্লিন করুন।


তবে এ ব্যাপারে বেশিরভাগ মানুষই উদাসীন। বড় কোনো সমস্যায় না পড়া পর্যন্ত ফোনের স্টোরেজ ক্লিন করাকে তেমন একটা গুরুত্ব দেন না। নিয়মিত স্টোরেজ ম্যানেজমেন্ট আপনার সাধের ফোনটির আয়ু বাড়াবে অনেকবেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও