এক বছরে রেকর্ড ৫৫০ কোটি ডলার লাভ টেসলার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ১১:৪৪
বিশ্বজুড়ে ইলেক্ট্রিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে পাল্লা গিয়ে বিক্রি বেড়েছে টেসলার পণ্য বিক্রি। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ২০২০ সালের তুলনায় গত বছর তাদের গাড়ি সরবরাহ বেড়েছে প্রায় ৮৭ শতাংশ। তা থেকে এক বছরে টেসলার মুনাফা বেড়েছে অন্তত ছয় গুণ। ২০২১ সালে ৫৫০ কোটি মার্কিন ডলার মুনাফা পেয়েছে ইলন মাস্কের মালিকানাধীন গাড়িনির্মাতা প্রতিষ্ঠানটি।
দ্য নিউ ইয়র্ক টাইমসের খবর অনুসারে, ২০২১ সালে টেসলার আয় মোট আয় দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮০ কোটি ডলার। শুধু বছরের চতুর্থ প্রান্তিকেই তাদের আয় বেড়েছে ৬৫ শতাংশ। ২০২১ সালের শেষ তিন মাসে প্রতিষ্ঠানটি আয় করেছে ১ হাজার ৭৭০ কোটি ডলার। গত বছর তারা গাড়ি সরবরাহ করেছে রেকর্ড ৯ লাখ ৩৬ হাজার ইউনিট।
- ট্যাগ:
- প্রযুক্তি
- রেকর্ড
- ইলেকট্রিক গাড়ি
- টেসলা