সারোগেসি কী ও কীভাবে করা হয়? খরচ কত?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ১১:৪৮
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও সংগীতশিল্পী নিক জোনাস দম্পতি সম্প্রতি কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন। তারা সারোগেসির মাধ্যমে সন্তান লাভ করেছেন। শুধু তারাই নন বরং বলিউডের অনেকেই এই পদ্ধতির মাধ্যমে সন্তানের বাবা-মা হয়েছেন।
শাহরুখ খান তার ছোট ছেলের জন্ম দিয়েছেন এভাবেই। এ ছাড়াও বলিউড অভিনেতা তুষার কাপুর, পরিচালক করণ জোহারসহ একতা কাপুরও সারোগেসির মাধ্যমেই সন্তানের জনক হয়েছেন।
গত বছরের শেষের দিকে ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয় অর্জন করে কৃতি শ্যানন অভিনীত ‘মিমি’ সিনেমা। এই ছবিতেও সারোগেসিকেই করা হয়েছিল মূল উপজীব্য।
সম্প্রতি নিক-প্রিয়াঙ্কা দম্পতির সারোগেসির মাধ্যমে সন্তান লাভের পর নেটদুনিয়ায় এ বিষয়ে জানার আগ্রহ ও কৌতূহল বেড়েছে। চলুন তবে জেনে নেওয়া যাক, সারোগেসির আদ্যোপান্ত।