ছাড়পত্র পেলো ‘একটি দেশের জন্য গান’
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ১১:২৮
‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অবলম্বনে নির্মিত ‘একটি দেশের জন্য গান’ বা ‘সংস ফর এ কান্ট্রি’ প্রামাণ্যচিত্রটিকে সর্বসাধারণের মাঝে প্রদর্শনের জন্য অনুমোদন দিয়েছে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড। লেখক ও সাংবাদিক শামীম আল আমিন প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন।
গত ১৭ জানুয়ারি সেন্সরবোর্ডের সনদপত্র পায় ‘একটি দেশের জন্য গান’। দ্য কনসার্ট ফর বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে ‘ফ্রেন্ডস অব ফ্রিডম’ নামে একটি সংগঠনের ব্যানারে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং ফ্লোরিডায় প্রামাণ্যচিত্রটির চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি প্রদর্শনীতে দর্শকের বিপুল ভালোবাসা পেয়েছে ‘একটি দেশের জন্য গান’।
- ট্যাগ:
- বিনোদন
- প্রামাণ্যচিত্র
- ছাড়পত্র