ব্যবসার সবচেয়ে বড় বাধা দুর্নীতি

প্রথম আলো প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ০৯:২৯

করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে তিন বছরের বেশি সময় লাগবে বলে মনে করেন ব্যবসায়ীরা। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক জরিপে এমন মতামত তুলে ধরেন তাঁরা। জরিপে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেছেন, অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় খরচ কমাতে শ্রমিক ছাঁটাই করতে হচ্ছে তাঁদের। পাশাপাশি জরিপে অংশ নেওয়া ব্যবসায়ীরা, আগামী দুই বছরে অর্থনীতিতে বেশ কিছু ঝুঁকির কথাও বলেছেন।


সিপিডি গতকাল বুধবার এ জরিপের ফলাফল তুলে ধরে। এ উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ‘ব্যবসায় পরিবেশ ২০২১: উদ্যোক্তা মতামত’ শীর্ষক জরিপের বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।


জরিপে অংশ নেওয়া ৬৮ শতাংশ ব্যবসায়ী, ব্যবসার ক্ষেত্রে দুর্নীতিকে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেছেন। তাঁরা বলেছেন, ব্যবসার জন্য বিভিন্ন পরিষেবা গ্রহণের ক্ষেত্রে তাঁদের আর্থিক লেনদেন করতে হয়েছে। দুর্নীতির পর অদক্ষ আমলাতন্ত্রকে ব্যবসার ক্ষেত্রে দ্বিতীয় প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেছেন ব্যবসায়ীরা। জরিপে অংশ নেওয়া ৬৭ শতাংশ ব্যবসায়ী এ মতামত দিয়েছেন। আর ব্যবসার ক্ষেত্রে পুঁজির জোগানের সংকটের কথা বলেছেন ৫৫ শতাংশ ব্যবসায়ী। ৪২ শতাংশ ব্যবসায়ী বলেছেন, দেশের সামষ্টিক অর্থনীতি পরিস্থিতি এখন বেশ চাপে আছে। এ ছাড়া ব্যবসায়ীরা আগামী দুই বছরে টাকা পাচার বেড়ে যাওয়া, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক ঝুঁকি তৈরির হওয়ার আশঙ্কা করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও