চুরির অপবাদে দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন চালালেন ইউপি সদস্য
রংপুরের কাউনিয়ায় টাকা চুরি সন্দেহে শামীম হোসেন (১০) ও রাসেল (৯) নামে দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন চালিয়েছেন এক ইউপি সদস্য ও অভিযোগকারী দুই ভাই। খবর পেয়ে নির্যাতনের শিকার শামীমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। পরে নিজ বাড়িতে শামীমসহ পুরো পরিবারকে অবরুদ্ধ করে রাখেন প্রভাবশালী ইউপি সদস্য ও তার লোকজন।
তবে বুধবার সন্ধ্যায় রাসেলকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নির্যাতনের শিকার শামীম কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাজিব মোল্লাটারী গ্রামের সামসুল হকের এবং রাসেল ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চৈতারামোড় বাজেমজকুর গ্রামের মন্তাজ আলীর ছেলে।
শামীমের মা সোহাগী বেগম জানান, সংসারে অভাবের কারণে শামীম একটি পিকআপে সহকারী হিসেবে কাজ করে। চারদিন পর মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে নাওগাঁ থেকে বাড়ি ফিরে খাওয়া শেষে গাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে সে। বুধবার (২৬ জানুয়ারি) সকালে লোকমুখে জানতে পারেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউনুস আলী তার ছেলের হাত-পা বেঁধে পেটাচ্ছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিশু নির্যাতন
- চুরির অপবাদ