কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংবিধান পর্যালোচনার প্রস্তাব মেনন-ইনুর

বিডি নিউজ ২৪ জাতীয় সংসদ ভবন প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ২৩:৪২

স্বাধীনতার পঞ্চাশ বছরে পেরিয়ে দেশের সংবিধান সংস্কারের প্রয়োজন দেখছেন দুই বাম নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু।


বুধবার সংসদে তারা সেই প্রস্তাব তুলে শাসনতন্ত্র পর্যালোচনার জন্য বিশেষ একটি কমিটি গঠনের সুপারিশ জানিয়েছেন।


প্রধানত সামরিক শাসনের সময়ে সংবিধানে যেসব বিষয় ঢোকানো হয়েছে, তা বাদ দেওয়া এবং ৭০ অনুচ্ছেদ সংস্কারের পক্ষে মত দিয়েছেন তারা।


আওয়ামী লীগের জোট শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাসদের দুই শীর্ষ নেতার এই প্রস্তাবের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এই মুহূর্তে সংবিধান সংস্কারের কোনো ভাবনা তাদের নেই।


স্বাধীনতার পরের বছর ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ণের পর এ পর্যন্ত ১৭ বার তাতে পরিবর্তন এসেছে। এর মধ্যে ষোড়শ সংশোধনী আদালতের রায়ে খারিজ হয়ে যায়। এ নিয়ে সরকারের পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) আদালতে রয়েছে এখনও।


ষোড়শ সংশোধনীতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনা হয়েছিল। এরপর ২০১৮ সালে আনা সপ্তদশ সংশোধনীতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের বিধি আরও ২৫ বছর বহাল রাখা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও