You have reached your daily news limit

Please log in to continue


সাশ্রয়ী শ্রেণির ৪টি নতুন ফোনের ঘোষণা দিলো শাওমি

রেডমি নোট ১১ সিরিজের ঘোষণা দিয়েছে শাওমি। এর মাধ্যমে ভারত এবং অন্যান্য বাজারে অসম্ভব জনপ্রিয় বাজেট-বান্ধব এই হ্যান্ডসেটগুলির লাইন অব্যাহত রাখলো প্রতিষ্ঠানটি।

মোট চারটি ফোন নতুন রয়েছে এই তালিকায়, তবে, প্রযুক্তি সাইট ভার্জ বলছে, এগুলো কেবল সামান্য কিছু বৈশিষ্টের জন্য আলাদা। শাওমি মডেলগুলোকে “ট্রেন্ডি ফ্ল্যাট-এজ বডি” নামে বর্ণনা করলেও সম্ভবত অনেকেই বলবেন ফোনগুলো দেখতে অনেকটা আইফোনের মতো। হার্ডওয়্যার বৈশিষ্ট্যের দিক থেকে দুটি মডেলে মিল আছে সবচেয়ে বেশি।

আসুন দেখা যাক কোন মডেলে কী আছে-

রেডমি নোট ১১ প্রো ৫জি হল সর্বোচ্চ মানের মডেল এবং এতে ৫জি সাপোর্টসহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে। ৬.৬৭-ইঞ্চি ওএলইডি পর্দাটির রিফ্রেশ রেট ১২০হার্টজ এবং রেজুলিউশন ১০৮০ পিক্সেল। ৬৭ ওয়াট ফাস্ট চার্জিংয়ে সক্ষম ফোনটিতে রয়েছে পাঁচ হাজার মিলিঅ্যাম্প-আওয়ার ব্যাটারি। ১০৮-মেগাপিক্সেল মূল ক্যামেরার পাশাপাশি এতে রয়েছে একটি আট মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং একটি দুই মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এটি এই লাইনআপের একমাত্র ফোন যেটিতে দুই মেগাপিক্সেলের ‘ডেপথ ক্যামেরা’। ভার্জ বলছে, এটি তেমন কোনো বড় সমস্যা নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন