‘পোশাকশিল্পের সুযোগ কাজে লাগাতে সরকারি সহায়তা জরুরি’
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ১৯:৫৯
তৈরি পােশাকশিল্পের সুযােগ কাজে লাগাতে সরকারি সহায়তা জরুরি বলে জানিয়েছে তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ সভাপতি মো. ফারুক হাসান।
তিনি বলেছেন, বাংলাদেশের তৈরি পােশাকশিল্পের উদীয়মান সুযােগুলােকে কাজে লাগানাে এবং সেই সঙ্গে শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি সহায়তা সহায়ক ভূমিকা পালন করতে পারে।
বুধবার (২৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।