![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-07%252F81dc9076-9054-4aa5-b4be-e2a992f9f8f2%252FNBR_logo.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
এলডিসি থেকে বের হলে শুল্কহার কমবে
প্রথম আলো
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ১৮:৪৫
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ ঘটলে বাংলাদেশকে তীব্র বাণিজ্য প্রতিযোগিতার মুখে পড়তে হবে।
তখন রাজস্ব আয়ে শুল্ক খাতের অবদানও অবধারিতভাবে কমবে। কারণ, শুল্কহার ক্রমান্বয়ে কমে আসবে। তবে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে মূলধনি যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি বাড়বে। তাতে অবশ্য সার্বিকভাবে শুল্কের পরিমাণ বৃদ্ধি পাবে।