দুবাই এক্সপোতে হামলা চালাতে পারে হুতিরা!

যুগান্তর প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ১৭:৪১

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে হামলা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার দেশটির বাণিজ্যকেন্দ্র দুবাইয়ের এক্সপোতে হামলার হুমকি দিয়েছে ইরান সমর্থিত এ গোষ্ঠীটি।


মঙ্গলবার হুতি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ হুশিয়ারি দেন। এর আগে চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কয়েক দফায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।


ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের ওপর যদি সংযুক্ত আরব আমিরাতের ধ্বংসাত্মক হামলা বন্ধ না হয় তাহলে দুবাই এক্সপো-২০২০ পরবর্তী লক্ষ্য বস্তু হতে পারে। খবর ইরনার। 


টুইটার পোস্টে হুতিদের মুখপাত্র আরও বলেন, ‘আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আপনারা আপনাদের গন্তব্য পরিবর্তন করুন, না হলে ক্ষতিগ্রস্ত হবেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও