রাস্তা খুঁড়ে ঠিকাদার উধাও
ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে একটি রাস্তা কার্পেটিং করার জন্য বেশ কিছুদিন ধরে খুঁড়ে রাখা হয়েছে। রাস্তা খুঁড়ে রাখার পর দুই পাশে নির্মাণসামগ্রী ফেলে রাখায় সাত গ্রামের মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। রাস্তা খোঁড়ার পর ঠিকাদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রসুলপুর এলাকার কমিউনিটি ক্লিনিকের সামনের সড়কটির এই দুর্দশা।
সেখানে নির্মাণের উদ্দেশে পাঁচ মাস আগে খুঁড়ে রেখেছেন ঠিকাদার। তার পর থেকে কাজ বন্ধ। ঠিকাদারও উধাও। এতে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন আগে রাস্তাটিতে কাজ শুরু করে ইট বিছানো রাস্তা খুঁড়ে রেখেছেন ঠিকাদার। কাজ শেষ তো দূরের কথা তাঁকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রাস্তা নির্মাণ
- নির্মাণ কাজ