কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পদ্মবিভূষণে ভূষিত হলেন বিপিন রাওয়াত

বার্তা২৪ ভারত প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ১৩:০১

ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াতকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার মরণোত্তর পদ্মবিভূষণ সম্মাননায় ভূষিত করা হয়েছে। গত বছর ডিসেম্বরে তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন তিনি।


একইসঙ্গে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হচ্ছে গত বছরই প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংকেও। স্বরাষ্ট্র মন্ত্রক ৭৩তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই পদ্ম পুরস্কার ঘোষণা করেন।


উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) হিসেবে নিযুক্ত হন বিপিন রাওয়াত। টানা ১০ বছর জঙ্গিবিরোধী অভিযানে যুক্ত ছিলেন তিনি। মেজর হিসেবে জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। দেহরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি থেকে তাঁকে 'সোর্ড অফ অনার' সম্মানে ভূষিত করা হয়। যুদ্ধ এবং সংঘাতপূর্ণ পরিস্থিতিতে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও