![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567604582.jpg&path=/uploads/news/2022/Jan/26/1643176954504.jpg&width=600&height=315&top=271)
আরও দুই বলিউড ছবিতে ধানুশ
বার্তা২৪
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ১২:০২
গত বছরের শেষে মুক্তি পায় আনন্দ এল রাই পরিচালিত ‘আতরাঙ্গি রে’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন ধানুশ। ছবিটিতে তার বিপরীতে ছিলেন সারা আলি খান। এছাড়াও ক্যামিও চরিত্রে পাওয়া গেছে অক্ষয় কুমারকে। বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে দক্ষিণের জনপ্রিয় এই অভিনেতার অভিনীত ছবিটি।
চমকপ্রদ তথ্য হলো- ‘আতরাঙ্গি রে’র সাফল্যের রেশ কাটতে না কাটতেই আরও দুটি বলিউড ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা। দুটি সিনেমাই বিগ বাজেটে নির্মিত হতে যাচ্ছে। আর দুটি ছবিই নির্মাণ করবেন আনন্দ এল রাই।
- ট্যাগ:
- বিনোদন
- নতুন সিনেমা
- ধানুষ