লবঙ্গ লতিকা তৈরির রেসিপি

কালের কণ্ঠ প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ০৯:৫৬

পিঠা খাওয়ার জুতসই সময় শীত। এ সময় খেজুর ও আখের গুড়ের পিঠার স্বাদের তুলনা হয় না। দেখে নিন তেমন একটি রেসিপি। দিয়েছেন অসিত কর্মকার সুজন।


লবঙ্গ লতিকা


উপকরণ


ময়দা ২ কাপ, চালের গুঁড়া আধাকাপ, নারকেল কোরা ২ কাপ, ঘি ২ টেবিল চামচ, চিনি স্বাদমতো, দারচিনি ১ টুকরা, এলাচ ১টি, লবঙ্গ প্রয়োজনমতো, লবণ সামান্য, গরম পানি আধাকাপ, তেল ভাজার জন্য।


যেভাবে তৈরি করবেন


১.   প্যানে ঘি গরম করে দারচিনি ও এলাচ হালকা ভাজুন। এবার কোরানো নারকেল, চিনি ও লবণ দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। নারকেল ঝরঝরে হলে নামিয়ে নিন।


২. একটি পাত্রে ময়দা, চালের গুঁড়া, ঘি ও লবণ ভালোভাবে মেশান। এতে ধীরে ধীরে গরম পানি দিয়ে মাখাতে থাকুন। খামির তৈরি হলে ছোট ছোট অংশে ভাগ করে রুটির মতো বেলে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও