ছোট্ট বাসা, বাগান করব কোথা

প্রথম আলো প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ০৮:০৪

ছোট্ট বাড়ি, ছোট্ট ঘর। একচিলতে বারান্দা। গাছ রাখলে চেয়ার রাখার জায়গা নেই, কাপড় শুকাতে দিলে নেই গাছ রাখার জায়গা। তবে একটু বুদ্ধি খাটালে এর মধ্যেও আনা যায় সবুজের ছোঁয়া।


রাজধানীর আসাদগেটে অবস্থিত ফলবীথি হর্টিকালচার সেন্টারের উপসহকারী হর্টিকালচার কর্মকর্তা জান্নাতুল মার্জিয়া বলেন, ছোট র‌্যাক বা তাকজুড়ে ছোট ছোট ক্যাকটাস রাখা যায়। পর্তুলিকা (টাইম ফুল), নয়নতারা—এমন নানা গাছ রাখা যায় বারান্দার গ্রিলজুড়ে। অলকানন্দা বেয়ে উঠতে পারে বারান্দার গ্রিলজুড়ে। সাজানো যায় মানি প্ল্যান্ট বা লতানো অন্য গাছ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও